ট্রাম্পের কথায় ৫২ বন্দীকে মুক্তি দিল বেলারুশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ৫২ জন বন্দীকে মুক্তি দিয়েছে বেলারুশ। পরিবর্তে দেশটির ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে মার্কিন প্রশাসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার বিভিন্ন দেশের মোট ৫২ জন বন্দীকে মুক্তি দিয়েছে বেলারুশ। মুক্তিপ্রাপ্তদের নিয়ে মার্কিন প্রতিনিধিদল ইতিমধ্যেই প্রতিবেশী দেশ লিথুয়ানিয়ার উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে ভিলনিয়াসে অবস্থিত মার্কিন দূতাবাস।
ট্রাম্প আগে থেকেই বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে আহ্বান জানিয়েছিলেন। বন্দীকে ‘জিম্মি’ আখ্যা দিয়ে তিনি মুক্তির আহ্বান জানিয়েছেন। শেষ পর্যন্ত রাশিয়ার পরম মিত্র বেলারুশ এ আহ্বানে সাড়া দিয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
মুক্তির প্রতিদান হিসেবে বেলারুশের জাতীয় বিমানসংস্থা ‘বেলাভিয়া’-র ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে প্রতিষ্ঠানটি তাদের বহরে থাকা বোয়িং বিমানগুলো চালানো ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনতে পারবে।
এটি ছিলো এখন পর্যন্ত লুকাশেঙ্কোর সবচেয়ে বড় আকারের বন্দিমুক্তি উদ্যোগ। তবুও ট্রাম্প যে ১,৩০০ থেকে ১,৪০০ জন বন্দীর মুক্তি চেয়েছিলেন, তার তুলনায় এই সংখ্যা অল্পই।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
মুক্তিপ্রাপ্তদের মধ্যে লুকাশেঙ্কোর কট্টর সমালোচক বা রাজনৈতিক বন্দীরা আছেন কি না তা এখনো জানা যায়নি। ২০২২ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানবাধিকার কর্মী আলেস বিয়ালিয়াতস্কি দেশটিতে বন্দী রয়েছে। তিনি মুক্তি পেয়েছেন কি না জানা যায়নি।
লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা এ ঘটনাকে যুক্তরাষ্ট্র এবং সবার জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য বলে অভিহিত করেছেন। তিনি জানান, মুক্তিপ্রাপ্তরা ইতিমধ্যেই ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ লিথুয়ানিয়ায় প্রবেশ করেছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলটা জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে লিথুয়ানিয়া, লাতভিয়া, পোল্যান্ড, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির ১৪ জন বিদেশি নাগরিকও রয়েছেন।