প্রকাশ পেল ‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলচ্চিত্রের প্রথম গান

বিনোদন ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৯
শেয়ার :
প্রকাশ পেল ‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলচ্চিত্রের প্রথম গান
ছবি : সংগৃহীত

সম্প্রতি টাইগার মিডিয়ার সঙ্গীত বিষয়ক ইউটিউব চ্যানেল টাইগার মিউজিকে প্রকাশিত হয়েছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলচ্চিত্রের প্রথম গান ‘বন্ধুদের গান’। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী বাঁধন সরকার পূজা। গানটিতে তার সঙ্গে আরও কন্ঠ দিয়েছেন শিল্পী মার্সেল। গীতিকার মামুন আফনান রুমির লেখায় গানটির সংগীত আয়োজন করেছেন মার্সেল।

চলচ্চিত্রটি ইতোমধ্যেই আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে। আসন্ন পূজা উৎসব উপলক্ষে ৩ অক্টোবর চলচ্চিত্রটি মুক্তি পাবে।

‘ব্যাচেলর ইন ট্রিপ’ একটি ট্রাভেল স্টোরি। সাথে রয়েছে রোমান্টিক এবং কমেডি উপাদান। করোনা পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যায়।

চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি। জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। মানুষের সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সমুদ্রপাড়ে রোমাঞ্চ, অ্যাডভেঞ্চারের পাশাপাশি কিছু ক্রাইম গ্রুপের কারণে তৈরি হওয়া বিপদ আর রহস্যও চলচ্চিত্রটিকে করে তুলেছে টানটান উত্তেজনাময়।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, সজল নূর, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ,মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক,শান্তা পল প্রমুখ।