নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল যুবকের লাশ

সদরপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৯
শেয়ার :
নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল যুবকের লাশ

বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশে থাকা পুকুরে ভেসে উঠেছে এক যুবকের লাশ। আজ বৃহস্পতিবার ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আদু বেপারীর ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম জাহিদ বেপারী (৩৫)। তিনি একই গ্রামের মো. মোতালেব বেপারীর ছেলে। 

নিহতের পরিবার জানায়, গত সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি জাহিদ। প‌রিবা‌রের লোকজন অনেক খোঁজাখুঁজি ক‌রেও তার সন্ধান পায়নি। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের পুকুরে তার লাশটি দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেয় স্থানীয়রা। 

বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. মোতাহার আলী জানান, ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারতি বলা যাবে।