গুলশান থানার সাবেক ওসি আমিনুল গ্রেপ্তার
টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের পরিদর্শক ও গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে পুলিশ ট্রেনিং সেন্টারে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ সূত্র জানায়, আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। ৫ আগস্টের পর তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগ দেন। পরবর্তীতে তার নামে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা হয়। গতকাল বুধবার সেই মামলায় গ্রেপ্তারি পরওয়ানা টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছায়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ বিষয়ে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ বলেন, ‘ওয়ারেন্ট আমাদের কাছে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আমিনুল ইসলামকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, গতকাল রাত দেড়টার সময় মির্জাপুর থানায় তাকে হস্তান্তর করা হয়। আজ বৃহস্পতিবার ভোর ৭টার দিকে তাকে ঢাকার গুলশান থানায় পাঠানো হয়েছে।