চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে গিয়ে গণপিটুনিতে রাসেল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেলের বাড়ি জামালপুরে মাদারগঞ্জ উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে মোটরসাইকেলে তিনজন ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় লোকজনের। পরে ওই তিনজন একই গ্রামের জসিমের বাড়িতে গিয়ে তার ছেলে দুদু মিয়ার একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালাতে গেলে ওই বাড়ির লোকজন চিৎকার শুরু করে। এতে ওত পেতে থাকা জনতা এগিয়ে এলে রাসেল হাতেনাতে ধরা পড়লেও বাকি দুইজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে রাসেলকে গণপিটুনি দেয় গ্রামের লোকজন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজনের এলোপাথাড়ি মারপিটে তার তার মৃত্যু হয়েছে বলে জেনেছি।’