কাউখালীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৫
শেয়ার :
কাউখালীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদী চর থেকে চল্লিশোর্ধ বয়সী অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার দিনগত রাত ৮টার দিকে উপজেলার সুবিদপুর এলাকার সন্ধ্যা নদীর চরে পড়ে থাকা অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে হত্যার পর নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে ওই মরদেহ সন্ধ্যা নদীর চরে ভেসে আসে।

পুলিশ জানায়, স্থানীয় গ্রামবাসীরা সন্ধ্যার পর মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে রাত ৮টার দিকে কাউখালী থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মিলে অর্ধ গলিত ব্যক্তির মরদেহটি উদ্ধার করেন। পুলিশ এখনো নিহত ব্যক্তির পরিচয় উদঘাটন করতে পারেনি।

এ ব্যাপার কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সলেমান বলেন, ‘গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। অনুসন্ধানের জন্য বিভিন্ন থানায় এ মর্মে তথ্য পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার জেলা মর্গে পাঠানো হয়েছে।’

তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কাউখালী থানার অফিসার ইনচার্জ।