বেগমগঞ্জের দুই সন্ত্রাসী গ্রেপ্তার
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন র্যাব-১১ এর সদস্যরা। তারা উভয়ে গ্রেপ্তারি পরোয়ানা ও বসতবাড়িতে অগ্নিসংযোগ মামলার আসামি।
র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মিঠুন কুমার চন্দ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বাহাদুরপুর গ্রামের ওয়ারিশ হাজী বাড়ির রফিক উল্যার পুত্র রায়হান (২২) ও একই গ্রামের চান্দার বাড়ির আবু ছায়েদ এর পুত্র সালামকে (২৪) গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও অপরজনের বিরুদ্ধে বসতবাড়িতে অগ্নি সংযোগের মামলা রয়েছে। তাদেরকে আজ বৃহস্পতিবার বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘র্যাব-১১ এর সদস্যরা থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ও অন্য আরেকটি পৃথক মামলা রয়েছে। সঠিক কাগজপত্র যাচাই বাছাই করে তাদের আদালতে সোপর্দ করা হবে। আর কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’