কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈকত মিয়া ওরফে মনু (২২) কে গ্রেপ্তার করেছে র্যাব-১। গত মঙ্গলবার রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার রাতে র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার)স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় কাশিমপুর কারাগার থেকে ১৩ বছর বয়সী নাবালিকা শিশুকে গণধর্ষনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈতক মিয়া ওরফে মনু পালিয়ে যায়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সৈকত মিয়াসহ অনান্য পলাতক কয়েদিদের বিরুদ্ধে গাজীপুর জেলার কোনাবাড়ী থানায় এজটি মামলা করা হয়।
উক্ত মামলার সূত্র ধরে গত মঙ্গলবা আসামি সৈকত মিয়া ওরফে মনুকে ঢাকার ভাটারা থানাধীন ৩০০ এক্সপ্রেস ওয়ের ১ম যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার উপর হতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।