বিগ বসের মঞ্চেও হামলার আশঙ্কা করছে সালমান
ওয়াই প্লাস নিরাপত্তা নেওয়ার পরও সালমান খানের ওপর হামলার আশঙ্কা পিছু ছাড়ছে না। তার প্রভাব পড়ল বিগ বসে। এ রিয়েলিটি শোয়ে ভাইজানের সঙ্গে ভক্তদের দেখা করার সুযোগ ছিল। নিরাপত্তার কথা ভেবে সেটি বন্ধ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম পত্রিকার এক প্রতিবেদনে অনুযায়ী জানা যায়, ‘বিগ বস’-এর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, ‘গত আড়াই বছর সালমান খানের ওপর যেভাবে প্রাণনাশের হুমকি এসেছে তাতে আমরা তার নিরাপত্তা বাড়াতে তৎপর হয়েছি। এমনকি এখন ভক্তদের সঙ্গে তার সরাসরি দেখা করার সুবিধাও বন্ধ করেছি। শোয়ে আসা সবার সঙ্গে, শুটিং ফ্লোরের সবার প্রতিও নজরদারি রাখা হচ্ছে। আমরা সালমানের নিরাপত্তায় কোনো আপোষ করতে চাই না।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে নিরাপত্তার জন্য কী না করছেন সালমান। নিজের বাড়ির সামনে বসানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তারক্ষী। বাইরে গেলে রক্ষীরা ঘিরে থাকেন। এরপরও গেল বছর কেনেন বুলেটপ্রুফ গাড়ি। এবার বিগ বসের ঘরেও বাড়ানো হলো নিরাপত্তা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট