শুভ’র চমক

বিনোদন প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৪
শেয়ার :
শুভ’র চমক

বিরতির পর চমক দিলেন দেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। নতুন লুকে হাজির হলেন বলিউডের ওয়েব সিরিজে। সম্প্রতি সনি লিভ তাদের আসন্ন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র টিজার প্রকাশ করেছে, যেখানে শুভকে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে।

টিজারে শুভকে কখনও ধূসর রঙের স্লিম কাট স্যুটে, আবার কখনো সাদা ঝকঝকে স্যুটে নাচের ভঙ্গিতে দেখা গেছে। এছাড়াও সিরিজে তাকে পাওয়া গেছে সাদা পাঞ্জাবিতেও। প্রতিটি লুকে রেট্রো স্টাইলের চুল ও পোশাক; মানে ১৯৭০-এর আবহ নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় পরিচালক সৌমিক সেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে শুধু শুভই নন, টালিউড ও বলিউডের বেশ কিছু পরিচিত মুখও যুক্ত হয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সৌরসেনি মিত্রা, যিনি শুভর বিপরীতে অভিনয় করেছেন। পুরো সিরিজের শুটিং করা হয়েছে রেট্রো স্টাইলের সেটে যা সেই সময়টাকে ক্যামেরায় তুলে ধরা হয়েছে।

প্রযোজনা সংস্থা দাবি করেছে, দর্শক যেন সত্যিই ৭০-এর দশকে ফিরে যাওয়ার অনুভূতি পান, সেটিই তাদের প্রধান লক্ষ্য ছিল।

সনি লাইভ টিজার প্রকাশের পর থেকেই দর্শক ও শুভভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজ কেবল ভিন্ন স্বাদের গল্পই নয়, বরং শুভর নতুন রূপও দর্শকদের জন্য হবে বড় চমক।