কাজাখস্তানে নিশোর ‘দম’
জনপ্রিয় অভিনেতা আরফান নিশোর নতুন সিনেমা ‘দম’। সার্ভাইভাল থ্রিলার ঘরানার এই সিনেমার শুটিং হবে কাজাখস্তানে। ইতিমধ্যে দেশটিতে গিয়েছেন অভিনেতা নিশো, নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল ও আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম।
এর আগে, শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব ও জর্ডানের কথা আলোচনায় এলেও শেষ পর্যন্ত কাজাখস্তানকে বেছে নিচ্ছেন টিম ‘দম’। বর্তমানে দেশটিতে সিনেমার লোকেশন দেখছেন প্রযোজক, নির্মাতা ও শিল্পী। এতে নিশোর পাশাপাশি থাকছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও।
সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম নিয়ে দম বানাতে আসছি। সত্য ঘটনার অনুপ্রেরণায় বেঁচে থাকার লড়াইয়ের গল্পে গড়ে উঠেছে ছবির কাহিনি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অভিনেতা নিশো বলেন, ‘এই সিনেমার পারফরম্যান্সে অনেক চ্যালেঞ্জ আছে। বিষয়টা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশে এরকম সিনেমা আমি আগে করিনি।’
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকির যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে সিনেমাটি। মুক্তির পরিকল্পনা রয়েছে আগামী বছর ২০২৬ সালের রোজার ঈদে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট