মাদকাসক্ত চাচার দা’এর কোপে প্রাণ হারাল শিশু
কক্সবাজারের রামুতে মাদকাসক্ত চাচার দা’এর কোপে প্রাণ হারিয়েছে ৪ বছরের কন্যা শিশু।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মাহিয়া মনি রামুর ঈদগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খুইট্টার শিয়া মোহাম্মদ শরীফ পাড়ার নুরুল আজিমের মেয়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম। তিনি শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকাসক্ত নুরুল হাকিম মাদকের টাকা না পেয়ে এ হত্যার ঘটনা ঘটিয়েছে মর্মে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহত শিশুর মরদেহ সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত মাহিয়া মনির বাবা নুরুল আজিম জানান, তার আপন ছোট ভাই নুরুল হাকিম সন্ধ্যায় বাড়িতে এসে মাদকাসক্ত অবস্থায় তার মায়ের কাছে টাকা দাবি করে। এ সময় মা টাকা দিতে অস্বীকৃতি জানালে নুরুল হাকিম দা নিয়ে উত্তেজিত হয়ে পড়ে এবং এক পর্যায়ে তার মেয়ে মাহিয়া মনির মাথার পেছনে সজোরে কোপ দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ঘাতক চাচা নুরুল হাকিম। এ ঘটনায় পরিবারটিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। নিহত মাহিয়ার মনির বাবা-মা ও স্থানীয় বাসিন্দারা বর্বরোচিত এ হত্যাকাণ্ডে জড়িত নুরুল হাকিমকে অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।