গোবিন্দ’র বিরুদ্ধে স্ত্রীর গুরুতর অভিযোগ
বলিউডের অভিনেতা গোবিন্দ’র বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন স্ত্রী সুনীতা আহুজা। ইতিমধ্যেই শোবিজে তাদের বিচ্ছেদের গুঞ্জনের শোনা যাচ্ছে। এর মাঝেই একটি রিয়েলিটি শোতে হাজির হয়ে সুনীতা মজা করে জানান, তার স্বামী সহঅভিনেত্রীদের সঙ্গে প্রায়ই ফ্লার্ট করতেন। তবে সোনালি বেন্দ্রে সেই তালিকা থেকে একমাত্র বেঁচে গিয়েছিলেন।
সোনালির সঙ্গে গোবিন্দ একাধিক সিনেমাতে অভিনয় করেছেন। শোতে সোনালির সঙ্গে দেখা হওয়ার পর সুনীতা বলেন, ‘আমরা অনেক হাসাহাসি করেছি, পুরোনো স্মৃতি মনে করেছি। আমি মজা করে বলেছি, গোবিন্দ অনেক নায়িকার সঙ্গে ফ্লার্ট করেছে, কিন্তু সোনালিই একমাত্র বেঁচে গিয়েছিলেন। তার ওপর কখনও গোবিন্দের চার্ম কাজ করেনি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সুনীতা আরও জানান, ১৯৯৪ সালে ‘আগ’ সিনেমায় সোনালি-গোবিন্দের বড় ভূমিকা ছিল। এমনকি তরুণ বয়সে সুনীতাকে দেখে গোবিন্দ প্রায়ই বলতেন, তাকে সোনালির মতো লাগে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, ১৯৮৭ সালে গোবিন্দ ও সুনীতা গোপনে বিয়ে করেন। তখনও গোবিন্দ বলিউডে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হননি। এক বছর পর তাদের কন্যা টিনা আহুজার জন্মের মাধ্যমে বিয়ের খবর প্রকাশ্যে আসে। এরপর ১৯৯৭ সালে জন্ম নেয় তাদের ছেলে যশবর্ধন আহুজা। টিনা ইতিমধ্যেই বলিউডে অভিষেক করেছেন আর যশবর্ধন খুব শিগগিরই সাই রাজেশের সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’