‘ভীষণ হট’, মিমি-আবিরের রোমান্স দেখে বললেন শুভশ্রী
সমুদ্রের ঢেউ, তপ্ত বালি আর নীল বিকিনিতে মিমি! পাশে আবির চ্যাটার্জি, হাতে সুরা, দু’জনের মধ্যেই জ্বলছে রোমান্সের আগুন। আসছে পূজায় দর্শকের সামনে আসছে ওপার বাংলার এক সাহসী প্রেমকথা- ‘রক্তবীজ ২’র গান ‘চোখের নীলে’।
গতকাল বুধবার ‘রক্তবীজ ২’র নতুন গান প্রকাশ্যে এসেছে। পূজার আগেই আবির-মিমির দখলে এখন নেটদুনিয়া। আর সেই জোয়ারে গা ভাসালেন শুভশ্রীও। সম্প্রতি রিলসে মিমির সঙ্গে দীপিকা পাড়ুকোনের তুলনা টেনে শোরগোল ফেলে দিলেন রাজঘরনি। এবার পূজায় রিলিজ ‘রক্তবীজ ২’র জন্যেও মিমির হয়ে গলা ফাটালেন শুভশ্রী। গানের এক ঝলক শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ভীষণ হট।’ পাল্টা এই অভিনেত্রীকে মন ভরা ভালোবাসা জানিয়েছেন মিমিও।
বলা দরকার, নবাগতা সূচন্দ্রিকা গোলদারের কণ্ঠে ও অনুপম রায়ের সুরে ‘রক্তবীজ ২’র নতুন গান বুধবার প্রকাশ্যে আসার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দর্শকমহলে সাড়া ফেলেছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
উল্লেখ্য, পূজায় আসছে মিমির সিনেমা ‘রক্তবীজ ২’। সিনেমায় পুলিশ কর্মকর্তার বেশে দেখা যাবে মিমিকে। তাই নিয়ে উচ্ছ্বসিত অনুরাগী। তার মধ্যে নীল বিকিনিতে নায়িকাকে পাওয়া যেন বাড়তি পাওনা হতে যাচ্ছে তাদের জন্য।
সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে ব্যাংককে। সামাজিক মাধ্যমে সে ঝলকও দেখা গেছে। জানা গেছে, এতে নাকি মিমিকে আরও মারকুটে দেখা যাবে। নিজের স্টান্ট নিজেই করেছেন নায়িকা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট