‘আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকারেরা বাঁচতে চায়’

কিশোরগঞ্জ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১
শেয়ার :
‘আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকারেরা বাঁচতে চায়’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, ‘আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকারেরা বাঁচতে চায়। কিন্তু আমি ওদেরকে ছাড়বো না। ওরা জানেনা, আমি উজান গাঙের নাইয়া। যত বাধাই আসুক, আমি মুক্তিযুদ্ধের পক্ষে বলেই যাবো।’

গতকাল বুধবার অপরাহ্নে জেলার মিঠামইন বাজারে মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কর্তৃক আয়োজিত গণসংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি ঝগড়ার মানুষ নই। কিন্তু যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না, যখন দেখছি মুক্তিযুদ্ধের কবর দিয়ে দিবে, ত্রিশ লক্ষ মানুষের আত্মত্যাগ বৃথা যাবে আর দুই লক্ষ মা-বোনদের ইজ্জত মূল্য থাকবে না, তখন আমি পন করেছি, আমার জীবন থাকতে আমি তাদের ছাড়ব না - যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে।’

তিনি আরও বলেন, ‘সেই কথা বলতে বলতে আমি এমন জায়গায় পৌঁছালাম, যেখানে আমার সাথে ওরা আর যুক্তিতে কুলিয়ে উঠতে পারছেনা, তখন ওরা বলতে লাগলো আমি ফজু পাগলা। তিনি উপস্থিত মুক্তিযোদ্ধা জনতার কাছে প্রশ্ন করেন, আমি কি ফজলু পাগলা?’ 

অ্যাডভোকেট ফজলুর রহমান আরও বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের যে মুখটা, এই মুখটাতো গত একবছর ধরে আমি রক্ষা করছি। বিএনপি মুক্তিযোদ্ধার দল, শহীদ জিয়ার দল- এটা আমি রক্ষা করছি। কেবল আমি বলছি এসব কথা। মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি কোনো আপস করব না।’

তিনি বলেন, ‘বিগত ১৬ টি বছর হাসিনার বিরুদ্ধে মৃত্যু ঝুঁকি নিয়ে কথা বলেছি। আমার স্ত্রীকে বলেছি, কাফনের কাপড় রেডি রেখো, তুমি বিধবা হতে পার। আমি ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় জেলে কেটেছি, হুলিয়া নিয়েও কথা বলেছি। অথচ এখন কথা কইলেই কয় আমি আওয়ামী লীগের দোসর। আমাকে যে যাই বলুক, যত বাধাই আসুক- সত্য কথা, মুক্তিযুদ্ধের কথা, ৭১ এর কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষে কথা আমি বলেই যাব ইনশাল্লাহ।’

মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ ভূঞা, বীর মুক্তিযোদ্ধা কুটিল চন্দ্র নাথ, সিনিয়র আইনজীবী উম্মে কুলসুম রেখা, অ্যাডভোকেট ফজলুর রহমান তনয় ব্যারিস্টার অভিক রহমান প্রমুখ।