উন্নতির দিকে ঢাকার বায়ুমান, দূষণে শীর্ষে জাকার্তা
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৬৬ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ তালিকায় শীর্ষ ৫টি শহরের বাতাসের মানই ‘অস্বাস্থ্যকর’।
আজ বৃহস্পতিবার সকালে ৭৯ স্কোর নিয়ে বায়ুদূষণে শহরটির অবস্থান ২০তম। বায়ুমানের এ স্কোর সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়।
আইকিউএয়ার বলছে, এদিন সকাল সাড়ে ৯টার দিকে ১৬৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এ ছাড়া ১৬২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ এবং ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। একই সময়ে ১৫৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ১৫৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসকে ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সরাসরি ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০০–৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ আর ৩০০-এর উপরে হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়, যা নাগরিকদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
পরিবেশবিদরা বলছেন, ঢাকায় এক সময় দৈনিক সূচকে নিয়মিতভাবে শীর্ষ পাঁচে থাকলেও সাম্প্রতিক সময়ে কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে এই অগ্রগতি স্থায়ী করতে টেকসই পরিবেশবান্ধব নগরায়ণ, যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ এবং শিল্পকারখানা থেকে নির্গমন হ্রাসে কঠোর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?