সঞ্জয়ের সম্পত্তি নিয়ে ঝামেলা, জোরপূর্বক স্বাক্ষরের অভিযোগ
বলিউড অভিনেত্রী করিশমা কাপুরের সাবেক স্বামী প্রয়াত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি রুপির ব্যবসায়িক সাম্রাজ্য ঘিরে কপুর পরিবারে তীব্র বিরোধ দেখা দিয়েছে। এ বিরোধ নতুন মোড় নিয়েছে যখন সঞ্জয়ের বোন মন্ধিরা কপুর অভিযোগ করেন, পরিবারের সদস্যরা তাদের বৃদ্ধা মা রানি কপুরকে জোরপূর্বক নথিতে স্বাক্ষর করিয়েছেন।
হিন্দুস্তান টাইমস বলছে মন্ধিরা এক সাক্ষাৎকারে বলেন, আমি দরজার বাইরে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছিলাম, কিছুই বুঝতে পারছিলাম না। মা পরে আমাকে বলেন, তিনি জানেন না কীতে সই করেছেন, শুধু তাকে যা করতে বলা হয়েছে তাই করেছেন। তিনি ভীষণ ভেঙে পড়েছিলেন। মন্ধিরা আরও অভিযোগ করেন, পরিবারের অনেকে, বিশেষ করে সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেব কপুর, এই ঘটনায় জড়িত।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে রানি কপুর নিজেও কোম্পানি সোনা কমস্টার-এর বোর্ডে চিঠি পাঠিয়ে ছেলের মৃত্যুকে হঠাৎ এবং সন্দেহজনক বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি বার্ষিক সাধারণ সভা স্থগিত করার দাবি জানিয়েছেন। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, রানি কপুর শেয়ারহোল্ডার নন, তাই তার আপত্তি কার্যকর নয়। মন্ধিরার দাবি, এ লড়াই উত্তরাধিকারের জন্য নয় বরং পরিবারের মর্যাদা ও সত্য রক্ষার জন্য। তবে এখন পর্যন্ত ওই স্বাক্ষরিত নথিপত্র সম্পর্কে পরিবারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য আসেনি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
অন্যদিকে, করিশমা কপুর ও সঞ্জয় কাপুরের দুই সন্তান সামাইরা ও কিয়ানও তাদের বাবার বিপুল সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে আদালতে গিয়েছেন। গেল বুধবার দিল্লি হাই কোর্টে এ নিয়ে শুনানি হয়, যা কপুর পরিবারের উত্তরাধিকার যুদ্ধকে আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’