৯ দিনেই ১০২ কোটি ডলারের প্রবাসী আয়
প্রবাসী আয়ের গতি আরও বেড়েছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৯ দিনেই প্রবাসীরা ১০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি আগের বছরের একই সময়ের চেয়ে ২২ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকায় প্রবাসী আয় বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১০১ কোটি ৮০ লাখ ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে ৯ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে ৯ সেপ্টেম্বরেই এসেছে ১৩ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছিল ৮৩ কোটি ৩০ লাখ ডলার। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগের অর্থবছরের মতো চলতি অর্থবছরও প্রবাসী আয়ে ভালো প্রবৃদ্ধি হচ্ছে। সর্বশেষ গত আগস্ট মাসে ২৪২ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী আয় আসে দেশে। গত বছরের একই সময়ে এসেছিল ২২২ কোটি ২০ লাখ ডলার। অন্যদিকে গত জুলাই মাসে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের প্রবাসী আয় আসে। গত বছরের জুলাই মাসে এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ডলার।
আরও পড়ুন:
ছায়ানটের বার্ষিক লোকসংগীত আসর