প্রশাসনিক কাঠামোতে আসছে বড় পরিবর্তন
দেশের প্রশাসনিক কাঠামোতে বড় পরিবর্তন আনা হয়েছে গতকাল বুধবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায়। সভায় নতুন পদ সৃজন, প্রবিধানমালা অনুমোদন, কাঠামোগত সংস্কার ও আত্তীকরণ- সব মিলিয়ে ১১টি প্রস্তাব উঠেছে। গতকাল মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।
সভা সূত্র জানায়, সভায় সবচেয়ে বড় প্রস্তাব এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী আনসার সদস্য মোতায়েনের চাহিদা রয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা ও কেপিআইভুক্ত সরকারি প্রতিষ্ঠান/সংস্থার নিরাপত্তা নিশ্চিত করতে আনসারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয় গতকালের বৈঠকে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন ৫টি আনসার ব্যাটালিয়ন করা হচ্ছে। সেগুলো হচ্ছে- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, কক্সবাজার জেলার উখিয়া এবং বরিশাল বিভাগে ব্যাটালিয়ন প্রতি ৪২৫ জন করে ২১২৫টি পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে। জনপ্রশাসন ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি দিয়েছে। এসব পদের বেতন স্কেল ইতোমধ্যেই নির্ধারণ করেছে অর্থবিভাগ।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়সহ বিভিন্ন স্থলবন্দরের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৯টি পদ সৃজন হয়েছে। গতকালের বৈঠকে
স্থলবন্দর কর্তৃপক্ষের জন্য নতুন পদ সৃজনের প্রস্তাব ওঠে আলোচনায়। ভোমরা, বুড়িমারী ও তামাবিলসহ অন্যান্য স্থলবন্দরে অটোমেশন কার্যক্রম চালুর জন্য সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ও ডেটা এন্ট্রি অপারেটর পদ এবং বুড়িমারী, ভোমরা ও তামাবিল স্থলবন্দরের জন্য সহকারী প্রোগ্রামার ও ডেটা এন্ট্রি অপারেটর পদসহ ১৪টি পদ চাওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় রাজস্ব খাতে ১০টি পদ সৃজনের সম্মতি দিয়েছে। পরে অর্থবিভাগ অনুমতি দেয় ৯টির।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২৫ অনুমোদনের প্রস্তাবও সভায় ওঠে। এক্ষেত্রে মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, লাইব্রেরিয়ান, রিসিপসনিস্ট- এগুলো ব্লকড পদ হয়ে যাওয়ায় প্রবিধানমালা পুনির্বিবেচনার সুপারিশ করা হয়েছে বৈঠকে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এদিকে এনজিও বিষয়ক ব্যুরোর সাংগঠনিক কাঠামোয় রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৫৩টি পদ সৃজন হচ্ছে। বর্তমানে ব্যুরোর সাংগঠনিক কাঠামোয় ৬৬টি পদ রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ১৪৯টি পদ সৃজনের সুপারিশ করলেও অর্থ বিভাগ ব্যয় বিবেচনায় কেবল ৫৩টি পদের সম্মতি দিয়েছে।
২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে এখনও পর্যন্ত রংপুর সিটি করপোরেশনের (রসিক) সাংগঠনিক কাঠামো অনুমোদিত হয়নি। পৌরসভার বিদ্যমান জনবল দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় সরকারের উদ্যোগে এবার রসিকে ৫০৭টি পদ সৃজনের সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থবিভাগ ৪৩৮টি পদ সৃজনের সম্মতি দিয়েছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগযোগ্য ১১৮টি পদ এবং ওয়ার্ডসচিবের (ওয়ার্ড অফিস) ২৮টি পদ ব্যতীত ২৯২টি পদে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। এতে নগরবাসীর সেবা আরও সম্প্রসারিত হবে বলে মনে করা হচ্ছে।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত হলেও জনবল সংকট অব্যাহত রয়েছে। এটি সমাধানে ১২টি নতুন পদ সৃজন, ১১টি পদ সমন্বয় এবং ২১টি পদ বিলুপ্ত করার প্রস্তাব ওঠে। স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০২৩ সালে ৫০ শয্যায় উন্নীতকরণ করা হলেও এ হাসপাতালের জন্য শুরুতে কোনো পদ সৃজন হয়নি।
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার), বগুড়ার ১৩১টি পদ ভূতাপেক্ষ অনুমোদনের প্রস্তাব ওঠে। ১৯৮৭ সালে জাতীয় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নট্রামস), স্থাপন প্রকল্পের ৫৬টি পদ এবং ১৯৯৩ ও ২০০৫ সালে নট্রামস শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের ৬২টি পদ জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতিতে রাজস্ব খাতে স্থানান্তর করা হয়। নট্রামস শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের ৬২টি পদের মধ্যে মৃত্যুজনিত কারণে একটি পদ বিলুপ্ত হওয়ায় ৬১টি পদ বিদ্যমান। পরে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত নট্রামস বিলুপ্ত করে ২০০৫ সালে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) প্রতিষ্ঠা করা হয় এবং ২০০৮ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতিতে ১৪টি পদ সৃজন করা হয়। নেকটারের ১৩১টি পদের মধ্যে বিভিন্ন সময় ৯২টি পদ স্থায়ীকরণ করা হয়। সার্বিক বিবেচনায় ১৩১টি পদের ভূতাপেক্ষ অনুমোদনের প্রস্তাব করা হয়েছে গতকালের বৈঠকে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
প্রবাসীদের সেবা জোরদারে মালয়েশিয়ার জোহর বাহরুতে নতুন কনস্যুলেট জেনারেল অফিস খোলার প্রস্তাব উঠেছে বৈঠকে। এ জন্য ৯টি পদ সৃজন করা হবে।
ছয়টি সরকারিকৃত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণের জন্য ৮৩টি পদ সৃজন করা হবে। এর মধ্যে সিরাজগঞ্জ, রংপুর, খুলনা, ঠাকুরগাঁও, শেরপুর ও বরগুনা জেলার কলেজগুলো অন্তর্ভুক্ত।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চাকরি প্রবিধানমালা অনুমোদন এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষে নতুন ৯টি গাড়িচালকের পদ সৃজনের প্রস্তাব নিয়ে সভায় আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, গতকালের সভায় ওঠা প্রস্তাবগুলো অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া অগ্রাধিকারেরই প্রতিচ্ছবি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে জনবল বাড়ানোর পাশাপাশি স্থানীয় সরকারকে শক্তিশালী করা হচ্ছে। একই সঙ্গে প্রবাসী সেবা ও জাতীয় নিরাপত্তায় গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের চাহিদার পরিপ্রেক্ষিতেই।