দক্ষিণ আফ্রিকার লিগে তাইজুল

ক্রীড়া ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০
শেয়ার :
দক্ষিণ আফ্রিকার লিগে তাইজুল

প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টি টুর্নামেন্টে দল পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকান ৫ লাখ র‌্যান্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) তাইজুলকে দলে নিয়েছে ডারবানস সুপার জায়ান্টস। পরশু জোহানেসবার্গে এসএটোয়েন্টির চতুর্থ আসরের নিলাম অনুষ্ঠিত হয়। এবারের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার নাম দিয়েছিলেন। তবে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয় ১৪ ক্রিকেটারের। তারা হলেন- লিটন দাস, মেহেদি হাসান

মিরাজ, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, তাইজুল, তানজিম হাসান, তানজিদ হাসান, মাহেদি হাসান, শামীম হোসেন, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। এদের মধ্যে তাইজুল ও মোস্তাফিজকে নিলামে তোলা হয়। মোস্তাফিজ অবিক্রীত থাকলেও তাইজুলকে দলে নিয়েছে ডারবানস।