পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালাল আসামি
গাজীপুরের টঙ্গীতে পুলিশের অভিযানে আটক এক সন্দেহভাজন আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে টঙ্গীর কেরানীরটেক বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ হাতকড়াটি উদ্ধার করে।
পলাতক আসামির নাম শান্ত। তিনি কেরানীরটেক বস্তির বাসিন্দা আলালের ছেলে। শান্তের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
জানা গেছে, আজ টঙ্গীর মাদকের হটস্পট খ্যাত কেরানীর টেক বস্তি এলাকায় পুলিশের পোশাকধারী ও সিভিল টিম এক সঙ্গে অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন মামলা তালিকাভুক্ত চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্য থেকে একজন সন্দেহভাজন আসামি হাতকড়াসহ পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাতকড়াটি উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী জানান, টঙ্গী থানার দুটি মামলার আসামিদের গ্রেপ্তার করতে আজ টঙ্গী পূর্ব থানা এলাকার কেরানির টেক বস্তি এলাকায় গেলে সাদ্দম, শাকিল, হৃদয়সহ পলাতক শান্তকে গ্রেপ্তার করা হয়। আসামিদের মধ্যে শান্তকে সন্দেহভাজন হিসেবে আটক করার পর তার হাতে থাকা হাতকড়াসহ তিনি পালিয়ে যায়। ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যে স্থানীয়দের সহায়তায় হাতকড়াটি পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। পলাতক আসামি শান্তকে গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।
টঙ্গী পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদুজ্জামান জানান, পলাতক আসামি শান্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপর তিন আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।