পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৬
শেয়ার :
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যু

নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার মদনপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মশহুদ মঞ্জুর বর্ষ (২২) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার মদনপুরে একটি ফার্মের ভেতর এ ঘটনা ঘটে। 

মশহুদ মঞ্জুর বিইউপি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিংয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, মশহুদ মঞ্জুরসহ কয়েকজন বন্ধু মিলে সেখানে বেড়াতে গিয়েছিলেন। সেখানে পানিতে নেমে মশহুদ তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়। পরে আজ বিকেল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন,‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

মৃতের বাবা জানিয়েছেন, তার ছেলে মশহুদ মন্জুর সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরে সংবাদ পেয়েছেন সে পানিতে ডুবে গেছে। হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পান তারা।

হাসপাতালে নিয়ে আসা মৃতের নারী বন্ধু বর্নিল শপ্তাষী জানিয়েছেন, তারা সাত জন বন্ধু মিলে তাদেরই এক বন্ধুর ফ্রেশ ফার্মে ঘুরতে গিয়েছিলেন। সেখানে পুকুরের পানিতে নেমে গোসল করতে নামেন তারা। পরে সবাই উঠতে পারলেও মশহুদ তলিয়ে যায়। পরে আশপাশের স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।