ফের মাহি-জায়েদের প্রেমের গুঞ্জন, সত্য কতটা?

বিনোদন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৮
শেয়ার :
ফের মাহি-জায়েদের প্রেমের গুঞ্জন, সত্য কতটা?

জায়েদ খান ও মাহিয়া মাহি। | সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। প্রায় বছরখানেক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিগত সরকার বদলের পর নানা দিক বিবেচনা করেই তিনি এখনও দেশে ফেরেননি।

অন্যদিকে সম্প্রতি সময়ে যেখানে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রেই বর্তমানে থাকছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন সেখানকার বিভিন্ন শহরে।

তবে জায়েদ খানের কিছুটা খবর থাকলেও মাহির তেমন কোনো খোঁজে ছিলো না। এতো দিন পরে পাওয়া গেল সেই খবর কিন্তু এর মধ্যে আবারও আলোচনায় এসেছে জায়েদ খান-মাহির অতীতের প্রেমের গুঞ্জনের খবর। একটা সময় ঢালিউডে কান পাতলেই শোনা যেত, জায়েদ-মাহির প্রেমের বিষয়টি।

তবে গুঞ্জন যাই থাকুক, সেখান থেকে বের হয়ে এসে মাহি বিয়ে করে সংসার জীবনেও থিতু হওয়ার চেষ্টা করেন। তবে সেই সংসারেও বিচ্ছেদ ঘটে।

তাই বলতে গেলে দীর্ঘ দিন পরে মাহি-জায়েদের দেখা মিলল সূদুর যুক্তরাষ্টে। একটি ঘরোয়া অনুষ্ঠানে পাশাপাশি বসে হাসি-উজ্জ্বল মুখে ধরা দিলেন দুজন। এরপরই ফের শুরু হয় গুঞ্জন— ‘তাহলে কী পুরনো প্রেম আবার রঙিন হয়ে উঠছে?’

নাহ, মোটেও সেরকম কিছু নয়। কারণ বিষয়টি নিয়ে জায়েদ খান গণমাধ্যমে জানান, ‘মাহির সঙ্গে প্রেমের খবর ভুয়া। এসব নিয়ে কথা বলার মতোও কিছু নাই।’

তিনি আরও বলেন, ‘একটি ঘরোয়া অনুষ্ঠানেই দেখা হয়েছিল মাহির সঙ্গে। এর বেশি কিছুই নয়। মাহি কেবলই আমার ভালো সহকর্মী।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে নিউ ইয়র্কে যান চিত্রনায়ক জায়েদ খান। এরপর থেকে সেখানেই আছেন আলোচিত এই নায়ক। সেখানে বসবাস করা বাংলাদেশিদের বিভিন্ন আয়োজনে পারফর্মও করছেন তিনি। এছাড়া নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় উপস্থাপক হিসেবে দেখা যাচ্ছে জায়েদ খানকে।