এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ। আজ বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে তিনি পদত্যাগের কথা জানান।
মেজর আবদুল্লাহ বলেন, ‘আমি মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। একজন সেনা কর্মকর্তা হিসেবে আমি কখনোই এমন একটি রাজনৈতিক প্লাটফর্মে থাকতে পারি না, যেখানে শীর্ষ নেতৃত্বের কিছু সদস্য নিয়মিতভাবে সেনাবাহিনী ও প্রাক্তন সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং শত্রুভাবাপন্ন অবস্থান নেন।’
তিনি আরও বলেন, ‘আমি এ বিষয়ে একাধিকবার নেতৃত্বকে অবহিত করলেও কোনো সংশোধনীমূলক ব্যাবস্থা গ্রহণ করা হয়নি। বরং আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার ও বিভিন্ন মামলার সঙ্গে জড়ানোর চেষ্টা করা হয়েছে। এসব কর্মকাণ্ডে আমার অবস্থান এনসিপিতে অসহনীয় ও অনিরাপদ হয়ে উঠেছে। এ ছাড়াও দলের মধ্যে প্রবীণ নাগরিক, তাদের পরিচিত মুখের বাইরে কাউকে যুক্ত করার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক মানসিকতার অভাব রয়েছে—যা গণতান্ত্রিক অনুশীলনের জন্য ক্ষতিকর।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মেজর আবদুল্লাহ বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যে সেনা পোশাক একদিন গর্বের সঙ্গে পরিধান করেছি তার মর্যাদা ও সম্মান সর্বদা অক্ষুন্ন রাখতে হবে। এটি আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতি দায়বদ্ধতা। তাই আমি এনসিপির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক এ্যাড. আলী নাসের খান মুঠোফোনে জানান, ‘বিষয়টি গণমাধ্যমে দেখলাম। তিনি অসাংগঠনিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। যদিও এর আগে তার বিরুদ্ধে কিছু অভিযোগ তদন্তাধীন ছিলেন।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?