সুখবর দিলেন ববি
জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এই অভিনেত্রীকে সবশেষ দেখা গেছে ‘ময়ূরাক্ষী’ সিনেমায়। গেল বছর মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে নির্মাতা আর অভিনেত্রীর পাল্টাপাল্টি অভিযোগ হয়েছিল খবরের শিরোনামও। এরপর থেকেই নায়িকা আছেন অস্ট্রেলিয়াতে। সেখানে বোনের কাছেই থাকছেন তিনি। সবই পুরোনো খবর।
নতুন খবর হলো- দুই সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ববি। নতুন দুটি সিনেমাই নির্মাণ করবেন ইফতেখার চৌধুরী। এর মধ্যদিয়ে সাত বছর পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।
ববি বলেন, ‘ইফতেখারের ছবিতে দর্শক আমাকে সব সময় পছন্দ করেছে। আমরাও দর্শকের নতুন নতুন ছবি উপহার দিতে চেষ্টা করি। মাঝখানে দুই বছর করোনা ছিল। এরপর ইফতেখার আমেরিকা গিয়েছিল বেশ কিছুদিনের জন্য। দেশে ফিরে হারল্যানের সঙ্গে যুক্ত হয়। ফলে আমরা কাজ করার সময় করে উঠতে পারিনি। সব ঠিক থাকলে নভেম্বরেই আমরা নতুন ছবি নিয়ে আসছি। তখন ছবির নাম ও আমার সঙ্গে অন্যান্য কলাকুশলীর নামও জানিয়ে দেব।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এর মধ্যে নির্মাতা বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ববি। ববির ভাষ্য, ‘আমি দেশে ফেরার পর এখনো পাণ্ডুলিপিটা পড়তে পারিনি। খোকন ভাইয়ের বড় বড় ছবিতে অভিনয় করেছি। তিনি খুব বিচক্ষণ নির্মাতা। কিছু কিছু জায়গায় আমি পরিবর্তন দাবি করেছিলাম। খোকন ভাই সেগুলো করলেই শুটিংয়ে অংশ নেব। হয়তো এই মাসের শেষ সপ্তাহে ছবিটির শুটিংয়ে অংশ নেব।’
সিনেমায় কাজ করলেও আপাতত ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে ভাবছেন না ববি। নায়িকার ভাষ্য, ‘আমরা বড় পর্দাতেই কমফোর্ট ফিল করি। এখানে যেহেতু ব্যস্ততা আছে, ওটিটি নিয়ে তাই ভাবছি না। তা ছাড়া যে ধরনের প্রস্তাব পাই সেটা মনের মতো হয় না। তাই ওটিটি থেকে দূরে আছি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বলা দরকার, অস্ট্রেলিয়ার যাওয়ার আগে ববি মিনহাজ কিবরিয়ার ‘বেঈমান’ ও কে এ নিলয়ের ‘বউ’ সিনেমার শুটিং শেষ করেছেন। দুটি সিনেমাই মুক্তির অপেক্ষায় আছে।
ববি বলেন, ‘দুটি সিনেমার গল্প দুই ধরনের। একটি সামাজিক গল্পের আরেকটি থ্রিলার। এখন তো অনেক ছবির প্রস্তাব পাই। তবে সিদ্ধান্ত নিই ভেবে চিন্তে।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’