১৭ মামলার আসামির গলা কাটা লাশ উদ্ধার
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ১৭ মামলার আসামি জামাল মিয়া (৪০) নামের একজনকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিবলু নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
আজ বুধবার সকালে বাহুবল উপজেলার নোয়াগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। নিহত জামাল ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নিহতের স্ত্রী জানান, আজ বুধবার ভোর ৪টার দিকে ১০-১৫ জনের একদল লোক ঘরে প্রবেশ করে তাকেসহ ঘর থেকে বের করে নিয়ে আসে। তিনি তাদের কাছ থেকে পালিয়ে যেতে পারলেও তার স্বামীকে বাড়ির পাশে একটি ধানের জমিতে নিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনার সঠিক বিচারের দাবি জানান তিনি।
তবে কে বা কারা কেন জামাল মিয়াকে হত্যা করেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের গলা কাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শিবলু নামের একজনকে আটক করা হয়েছে। জামালের বিরুদ্ধে ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে।’