চুরি করে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

বোয়ালমারী প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৮
শেয়ার :
চুরি করে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে রাতের আধারে রেলওয়ের গাছ চুরি করে কাটতে গিয়ে সেই গাছের নিচে চাপা পড়ে মাসুদ শেখ (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের ঘোড়াখালী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজ বুধবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠিয়েছে। নিহত মাসুদ শেখ একই উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।

নিহতের স্ত্রী সাবিনা বেগম বলেন, ‘গত রাতে আমার স্বামী বাড়ি থেকে বের হয়। কোথায় গিয়েছিল জানি না। তবে সকালে স্থানীয়রা খবর দেয় যে আমার স্বামী গাছের নিচে চাপা পড়ে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে তার লাশ দেখতে পাই।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ঘোড়াখালী রেলগেট এলাকায় রেলওয়ের বিভিন্ন গাছ রাতের আধারে চোরচক্র কেটে নিয়ে যাচ্ছে। এসবের পেছনে বড় একটি চক্র জড়িত রয়েছে, তারা শ্রমিকদের ব্যবহার করে অপকর্ম চালাচ্ছে। মাসুদ শেখও রাতে গাছ কাটতে যায়। এ সময় গাছের কিছু অংশ কাটা হলে প্রায় ৪০ ফুট উচ্চতায় মগটালে রশি বাঁধতে উঠে। তখন গাছসহ নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার সঙ্গে থাকা অন্যরা তার মরদেহ রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব বলেন, ‘গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। শ্রমিকরা পেটের দায়ে কাজ করে, কিন্তু কারা তাদের দিয়ে এসব করাচ্ছে—তা খুঁজে বের করা জরুরি।’

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে এবং ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর পাঠানো হয়েছে।’