সমস্যা নেপালে, পশ্চিমবঙ্গে বসে পাহারা মমতার!

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫০
শেয়ার :
সমস্যা নেপালে, পশ্চিমবঙ্গে বসে পাহারা মমতার!

সরকারবিরোধী আন্দোলনে উত্তাল নেপাল। সেখানে অনেক দেশের নাগরিকদের মতো আটকা পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের কিছু বাসিন্দাও। আর পশ্চিমবঙ্গ থেকেই তাদের পাহারা দিচ্ছেন বলে জানালেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, বর্তমানে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে আছেন মমতা বন্দোপাধ্যায়। জলপাইগুড়িতে অবস্থিত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের অস্থায়ী রাজ্য সচিবালয় উত্তরকন্যায় গতকাল মঙ্গলবার বৈঠক করেন তিনি।

আজ বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশে (নেপাল) সমস্যা হচ্ছে। আমি গতকাল (মঙ্গলবার) সারারাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি। আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন, আমরা দেখে নিতে পারি।’  

গতকাল উত্তরবঙ্গ সফরে আসামাত্র পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। তার নির্দেশে এসএসবি কর্মকর্তাদের সঙ্গে সীমান্তের নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন রাজ্য পুলিশের কর্মকর্তারা। ইন্দো-নেপাল সীমান্তে এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের কমান্ডান্ট যোগেশকুমার সিংহের সঙ্গে সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গে আইজি রাজেশকুমার যাদব, দার্জিলিঙের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ।

মঙ্গলবার রাতেই অনেকের সঙ্গে নেপাল পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মমতা। উত্তরবঙ্গ রেঞ্জের পুলিশের উচ্চপদস্থ কর্তা থেকে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের কর্তাদের ডেকে আলোচনা করেছেন।

সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘‘যেই শুনেছি নেপালে প্রবলেম, ছুটে এসেছি। আশি করছি, শান্তি ফিরে আসবে। মনিটরিং করছি।’’

তিনি বলেন, ‘আমি জানি, অনেকে বেড়াতে গিয়েছেন। আমি বলব, রাজ্য সরকারের তরফে আমরা এ বিষয়টা টেকআপ করেছি। দু-একটা দিন ধৈর্য ধরুন। আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসব।’’

তবে সাবধান করে মমতা বলেন, ‘এখনই তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মুখে পড়বেন না। চিন্তা করবেন না। একটি শান্তি ফেরাতে দিন। ওরা শান্তি ফেরাক, আমরা প্রতিবেশী দেশ খুশি হব।’