এবার ‘খুব কাছেরই কেউ’ আসছে

বিনোদন প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৫
শেয়ার :
এবার ‘খুব কাছেরই কেউ’ আসছে

কনটেন্টপ্রেমীদের জন্য চলতি মাসটি নিতান্তই আনন্দের। কারণ এ মাসের প্রতি সপ্তাহে একটি করে কনটেন্ট পাবেন চরকির গ্রাহকরা। যার শুরু হয়েছে ‘ইনসাফ’ মুক্তির মধ্যদিয়ে। সঞ্জয় সমাদ্দার পরিচালিত তাসনিয়া ফারিন ও শরিফুল রাজ অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছে চরকি এক্সক্লুসিভ হিসেবে।

দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে চরকি ফ্ল্যাশ ফিকশন ‘খুব কাছেরই কেউ’। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মটি নিয়ে আসছে ফ্ল্যাশ ফিকশন। এর ব্যাখ্যা দিতে গিয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ফ্ল্যাশ ফিকশন মূলত জীবনের কিছু মুহূর্তের নান্দনিক বা সিনেম্যাটিক বর্ণনা। এটাকে স্লাইস অফ লাইফও বলা যেতে পারে। এ ধরনের কনটেন্টে জীবনের ছোট ছোট ঘটনা উঠে আসবে হয়তো, কিন্তু এর প্রভাব অনেক বড় এবং গভীর।’

তিনি আরও বলেন, ‘ব্যাপ্তির দিক থেকেও ফ্ল্যাশ ফিকশন ছোট কিন্তু দর্শকদের মনে এর রেশ রয়ে যাবে বা বড় হয়ে ধরা দেবে বলেই আমার বিশ্বাস। এটি স্পষ্ট করা দরকার যে, ফ্ল্যাশ ফিকশন চরকির অরিজিনাল কনটেন্ট না।’

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি’র যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘খুব কাছেরই কেউ’। রাবা খানের গল্প, সংলাপ ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন আরাফাত মোহসীন নিধি। এতে অভিনয় করেছেন এফএস নাঈম, সুনেরাহ বিনতে কামাল। আজ বুধবার ১২টা ১ মিনিটে এটি উন্মুক্ত হবে চরকিতে।