আইফোন ১৭ সিরিজ উন্মোচন /

জেনে নিন দাম, রঙ ও নতুন ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৫
শেয়ার :
জেনে নিন দাম, রঙ ও নতুন ফিচার

আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো অ্যাপলের আইফোন ১৭ সিরিজ। চারটি ফোনই প্রথম ধাপে ৬৩টি দেশে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হবে, যার মধ্যে আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, ভারত, দক্ষিণ কোরিয়া এবং আরও অনেক দেশ। 

সিএনএন, রয়টার্স সূত্রে জানা গেছে, ফোনের প্রি-অর্ডার শুরু হবে আগামী শুক্রবার এবং শিপমেন্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। পরবর্তী ধাপে আরও ২২টি দেশে ২৬ সেপ্টেম্বর থেকে ফোন পাওয়া যাবে।

চমকপ্রদ আপগ্রেড হিসেবে এসেছে নতুন আইফোন ১৭। এবার ডিসপ্লে প্রযুক্তিতে প্রো মডেলগুলির সমতুল্য হয়েছে- এতে আছে প্রো রেস, ১২০ হের্টজ রিফ্রেশ রেট, অলওয়েজ-অন ফিচার এবং কম প্রতিবিম্ব।

আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো স্টোরেজের বৃদ্ধি। আইফোন ১৭ এবং এয়ার মডেল দুইই এখন ২৫৬ জিবি থেকে শুরু হচ্ছে। জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং চীনে এই ২৫৬ জিবি বেস মডেলের দাম একই রাখা হয়েছে, স্টোরেজ দ্বিগুণ হওয়া সত্ত্বেও। তবে ভারত এবং জাপানে দাম সামান্য বেশি।

সিরিজের চারটি মডেলের আইফোনই শুধু নয়, ১১ সিরিজের অ্যাপল ওয়াচ ও এয়ারপডস প্রো ৩ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ‘অ ড্রপিং’ অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের নেতৃত্বে শীর্ষস্থানীয় কর্মকর্তারা নতুন প্রযুক্তি ও পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এর মধ্য দিয়ে গত কয়েক বছরের মধ্যে আইফোনে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে অ্যাপল। বিষয়টিকে ‘আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেছেন টিম কুক।

নতুন পণ্যগুলোর মডেল ও দাম:

আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার নামের চারটি মডেলের আইফোনের ঘোষণা এসেছে। আইফোনের নতুন সব মডেলেই আগের কাচের বদলে ব্যবহার করা হয়েছে আরও টেকসই সিরামিক শিল্ড পর্দা। আইফোন ১৭ প্রোতে বড় ব্যাটারি, বেশি মেমোরি ও উন্নত কাঠামো যুক্ত করা হয়েছে। এতে তাপ নিয়ন্ত্রণও হবে আগের চেয়ে ভালো। আইফোন এয়ার তৈরি হয়েছে স্পেসক্রাফট টাইটানিয়াম দিয়ে। অনুষ্ঠানে মূল আকর্ষণ আইফোন এয়ার, মডেলটির পুরু মাত্র ৫ দশমিক ৬ মিলিমিটার হলেও এটি বেশ মজবুত। পাতলা নকশার কারণে মডেলটির সামনে-পেছনে একটি করে ক্যামেরা রয়েছে। 

অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস বলেন, ‘ফোনটি এতটাই হালকা ও পাতলা যে হাতে নিলেই মনে হবে কিছুই নেই।’

আইফোন ১৭ ও ১৭ প্রোতে ৬ দশমিক ৩ ইঞ্চি, আইফোন এয়ারে ৬ দশমিক ৫ ইঞ্চি এবং প্রো ম্যাক্সে ৬ দশমিক ৯ ইঞ্চি পর্দা রয়েছে। রঙের মধ্যেও এসেছে নতুনত্ব ‘ল্যাভেন্ডার’ (আইফোন ১৭), ‘স্কাই ব্লু’ (আইফোন এয়ার) ও ‘কসমিক অরেঞ্জ’ (আইফোন ১৭ প্রো)।

নতুন আইফোনের দাম:

গত বছরের তুলনায় নতুন আইফোনের দামে খুব বেশি পরিবর্তন আনেনি অ্যাপল। আর তাই কিছু মডেলে কম দামে বেশি ধারণক্ষমতা মিলছে। আইফোন ১৬-এর ২৫৬ গিগাবাইট সংস্করণের দাম ছিল ৮৯৯ ডলার। একই ধারণক্ষমতার নতুন আইফোন ১৭-এর দাম শুরু হয়েছে ৭৯৯ ডলার থেকে। আইফোন ১৭ প্রোর দাম শুরু হয়েছে ১ হাজার ৯৯ ডলার থেকে। আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম সর্বনিম্ন ১ হাজার ১৯৯ ডলার। ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার আইফোন এয়ারের দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার থেকে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের কারণে কোম্পানির মুনাফায় ক্ষতি হওয়া সত্ত্বেও ফোনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।