কাতারে ইসরায়েলি বিমান হামলা, খুশি নন ট্রাম্প
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন হামাসের সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানানো হয়েছে। তবে এ হামলার ঘটনায় খুব একটা খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, ইসরায়েলি হামলাটি নিয়ে তিনি সবদিক থেকে অত্যন্ত অসন্তুষ্ট। কারণ এটি গাজায় শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত করে দিতে পারে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামলাটি সম্পূর্ণ যৌক্তিক ছিল, কারণ এটি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পরিকল্পনায় জড়িত শীর্ষ হামাস নেতাদের টার্গেট করে চালানো হয়েছে।
হামাস দাবি করেছে, এই হামলায় তাদের যুদ্ধবিরতি বিষয়ক আলোচক দলকে হত্যার চেষ্টা করা হয়েছিল, তবে সে চেষ্টা ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
অন্যদিকে কাতার এই হামলাকে কাপুরুষোচিত ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জাতিসংঘও এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি এই হামলার খবর তার দেশের সামরিক বাহিনী থেকে পেয়েছিলেন এবং তাৎক্ষণিকভাবে তার বিশেষ দূতকে দিয়ে কাতারে জানাতে নির্দেশ দেন, তবে তখন খুব দেরি হয়ে গেছে।
ট্রাম্প আরও মন্তব্য করেন, তিনি এ ঘটনায় খুব একটা খুশি নন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
বিশ্লেষক জেরেমি বোয়েন লিখেছেন, এই হামলা ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল আলোচনার পথ ছেড়ে দিয়েছে।
অপরদিকে বিশ্লেষক ফ্রাঙ্ক গার্ডনার জানিয়েছেন, এই ঘটনায় কাতার চরম ক্ষুব্ধ।