পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ড্রোন, গুলি করে নামাল সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭
শেয়ার :
পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ড্রোন, গুলি করে নামাল সেনারা

পোল্যান্ডের আকাশসীমায় অনুপ্রবেশ করা রাশিয়ার ড্রোন ভূপাতিত করেছে দেশটির সশস্ত্র বাহিনী।

আজ বুধবার ভোরে পোলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড এক বিবৃতিতে জানায়, ইউক্রেনে রাশিয়ার ব্যাপক আক্রমণের সময় একাধিক ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে।

বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনে আজ রাশিয়ার আক্রমণের সময় আমাদের আকাশসীমায় বারবার ড্রোনগুলো প্রবেশ করে। এগুলো গুলি করে নামানো হয়েছে।’

পোল্যান্ড দীর্ঘদিন ধরেই আশঙ্কা করে আসছে যে ইউক্রেনে রাশিয়ার হামলা পার্শ্ববর্তী দেশগুলোকেও প্রভাবিত করতে পারে।

পোল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, অপারেশনাল কমান্ডারের নির্দেশে রাশিয়ার আকাশসীমা লঙ্ঘনকারী ড্রোন গুলি করে নামানো হয়েছে এবং অভিযান চলছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে পোল্যান্ড ও ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। তারা জানায়, আমাদের আকাশসীমায় বর্তমানে পোলিশ ও মিত্রবাহিনীর বিমান টহল দিচ্ছে। একইসঙ্গে ভূমিভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার নজরদারিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও নিশ্চিত করেছেন যে, একাধিকবার আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় অভিযান চলছে।