ডাকসুর সব কেন্দ্রের ফল ঘোষণা /

সাদিক কায়েম ১৪০৪২, আবিদ ৫৬৫৮

অনলাইন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭
শেয়ার :
সাদিক কায়েম ১৪০৪২, আবিদ ৫৬৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। আর জিএস পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন একই প্যানেলের এস এম ফরহাদ। আজ বুধবার ভোর ৬টা ৩০ এর দিকে নির্বাচনের সবগুলো কেন্দ্রের ফল পাওয়া যায়।

ডাকসু নির্বাচনে মোট আটটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এসব ভোটকেন্দ্রে মোট ১৮টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। ভোটকেন্দ্রগুলো হলো কার্জন হল কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র্র, টিএসসি, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র, ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র।

কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত ফল অনুযায়ী, ভিপি পদে সাদিক কায়েম মোট ভোট পেয়েছেন, ১৪ হাজার ৪২টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৬৫৮।  তবে এখনো চূড়ান্ত বিজয়ী ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

নির্বাচন বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।’

উমামার আগে কারচুপির অভিযোগ এনে ডাকসু নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। রাত ২টার দিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।