ডাকসু নির্বাচন /

জগন্নাথ হলে সাদিক কায়েম পেলেন ১০ ভোট

ঢাবি প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১
শেয়ার :
জগন্নাথ হলে সাদিক কায়েম পেলেন ১০ ভোট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জগন্নাথ হলের ফল ঘোষণা করা হয়েছে। অন্যান্য সবগুলো হলেই জয় পেলেও এখানে মাত্র ১০টি ভোট পেয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। এই হলে বিপুল ভোটে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলে আবিদুল ইসলাম খান (১২৭৬)।

এ ছাড়া এই প্যানেল ভরাডুবি ডেকেছে জিএস পদেও। তাদের সমর্থিত প্রার্থী ফরহাদ পেয়েছেন মাত্র পাঁচটি ভোট।  এই পদে বিপুল ভোট পেয়ে জয় পেয়েছেন প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু। 

জগন্নাথ হলের ফল 

ভিপি- 

আবিদুল ইসলাম খান-১২৭৬ 

আবু সাদিক কায়েম-১০ 

শামীম হোসেন-১৪১ 

জিএস- 

মেঘমল্লার বসু- ১১৭০ 

তানভীর বারী হামিম-৩৯৮ 

এস এম ফরহাদ-৫ 

এজিএস- 

তানভীর আল হাদী মায়েদ- ১১০৭ 

মহিউদ্দিন খান-০৭