কিশোরগঞ্জে মোটরসাইকেলের ২ আরোহী গুলিবিদ্ধ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৮
শেয়ার :
কিশোরগঞ্জে মোটরসাইকেলের ২ আরোহী গুলিবিদ্ধ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টায় ছিনতাইকারীর গুলিতে মোটরসাইকেলের দুই আরোহী গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে  উপজেলার আগরপুর বাগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. জুনাইদ (২৭) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পাউলদিয়া এলাকার বাসিন্দা ও অপরজন শাহাদাত (২০) তার চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শী, আহতদের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরবেলায় চাচাতো ভাই শাহাদাতকে নিয়ে কুলিয়ারচর পৌরশহরের কামালিয়াকান্দি মহল্লার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে মনোহরপুর এলাকায় গেলে অপর একটি মোটরসাইকেলে থাকা হেলমেট পরা অবস্থায় তিনজন আরোহী তাদের মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেন। তারা অস্ত্র দেখিয়ে থামানোর সিগনাল দিলে জুনাইদ ভয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালান।

এ অবস্থায় পেছন দিয়ে ছিনতাইকারীরা তাদের ধাওয়া করে আগরপুর বাগপাড়া এলাকায় গিয়ে দুইজন মোটরসাইকেল আরোহী জুনাইদ ও শাহাদাতকে গুলি করেন। পরে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে কিশোরগঞ্জের দিকে পালিয়ে যান তারা।  

মোটরসাইকেলসহ রাস্তার পাশে আহতাবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা জুনাইদের পায়ে ও তার চাচাতো ছোট ভাই শাহাদাতের কোমরের নিচে গুলিবিদ্ধ আহতাবস্থায় তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

এরপর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন কুলিয়ারচর থানা পুলিশ। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব।

কুলিয়ারচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয়েছেন। এ ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।