হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে শিক্ষক মুকিব মিয়া

আদালত প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৫
শেয়ার :
হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে শিক্ষক মুকিব মিয়া

‎সন্ত্রাস বিরোধ আইনের মামলার পর জুলাই আন্দোলনে ঢাকার নিউমার্কেট থানার একটি হত্যাচেষ্টা মামলায় লালমনিরহাটের কলেজশিক্ষক মুকিব মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

‎গত ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার শেরেবাংলা নগর এলাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানের বাসা থেকে মুকিব মিয়াকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

‎এরপর গত ৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার এসআই সিয়াম আহমেদ হত্যাচেষ্টা মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আজ ওই রিমান্ড আবেদনের শুনানিকালে তাকে আদালত হাজির করা হয়।

‎আসামিপক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আর রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

‎‎মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২ অগাস্ট নিউমার্কেটের ২ নম্বর গেটের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়।

এ সময় মাজেদুল ইসলাম, ঢাকা কলেজ, ইডেন কলেজ, সিটি কলেজের কয়েকজন আহত হন। এ ঘটনায় মাজেদুল ইসলামের চাচাতো ভাই হাবিবুর রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৭ জনের নামে মামলা দায়ের করা হয়।