ঢাকা মহানগর পুলিশের ৬ কর্মকর্তা বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে দুজন পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার এবং চারজন সহকারী কমিশনার পদমর্যাদার।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করা হয়। আজ মঙ্গলবার তাদের এ তথ্য জানায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
পুলিশের ওই কর্মকর্তাদের মধ্যে যুগ্ম কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) মোহাম্মদ এনামুল হককে যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এবং যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ কামরুজ্জামানকে যুগ্ম কমিশনার (আইসিটি) হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ ছাড়া সবুজবাগ জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাস আলীকে ট্রাফিক-রমনা জোন ও সিটিটিসির সহকারী কমিশনার তৌফিক আহমেদকে ট্রাফিক-সবুজবাগ জোনে বদলি করা হয়েছে।
ট্রাফিক-রমনা জোনর সহকারী কমিশনার আব্দুল হান্নান খানকে পেট্রোল-ধানমন্ডি জোন ও পেট্রোল-ধানমন্ডি জোনের সহকারী কমিশনার এস এম হাসিবুর রহমান বাবুকে ট্রাফিক-কোতোয়ালি হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?