প্রকাশ্যে এলেন চিত্রনায়ক ফেরদৌস
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তবে নির্বাচনের পর এক বছরও সংসদ সদস্য হিসেবে থাকার সৌভাগ্য হয়নি এই নায়কের।
ছাত্র-জনতার এক দফা দাবির জেরে গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। শেখ হাসিনার দেশত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী, এমপিরাও দেশ ছাড়েন। গা ঢাকা দেন আওয়ামী লীগ সমর্থিত তারকারাও। এই তালিকায় আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
প্রায় এক বছর পর ঋতুপর্ণা-মৌসুমীকে নিয়ে প্রকাশ্যে এলেন নায়ক ফেরদৌস। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে তাদেরকে। যেখানে ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিত্রনায়িকা মৌসুমীও ছিল।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ভিডিওতে ফেরদৌস জানান, এই প্রথমবার তারা একসঙ্গে নিউইর্য়কে গেছেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তার কথায়, ‘এই দুই মহান নায়িকার সমন্ধে কিছু বলা যায়, আমরা তিনজন প্রচুর কাজ করেছি। আমরা তিনজন শুধুমাত্র একটা সিনেমা করেছি।’
তাদেরকে বেশ খোশ মেজাজে দেখা গেছে। ভিডিওতে মৌসুমী বলেন, ‘অনেকবার চেষ্টা করেছি তিনজন একসঙ্গে আসার জন্য, কখনোই হয়নি।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’