দুর্নীতির মামলায় থাকসিন সিনাওয়াত্রার কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৪
শেয়ার :
দুর্নীতির মামলায় থাকসিন সিনাওয়াত্রার কারাদণ্ড

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক থাকসিন সিনাওয়াত্রাকে এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

আজ মঙ্গলবার দেওয়া এ রায়কে দেশটির রাজনীতিতে নাটকীয় মোড় হিসেবে দেখা হচ্ছে।

৭৬ বছর বয়সী থাকসিন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তবে ২০০৬ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এরপর দীর্ঘ ১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর ২০২৩ সালে দেশে ফেরেন তিনি। পরে স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তবে সাজা হলেও একদিনও কারাগারের সেলে কাটাতে হয়নি থাকসিনকে। তিনি হৃদযন্ত্র ও রক্তচাপের সমস্যার কথা জানিয়ে ব্যাংককের পুলিশ জেনারেল হাসপাতালে বিলাসবহুল কক্ষে ছিলেন।

পরে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন তার সাজা কমিয়ে এক বছর করেন। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছয় মাস কারাভোগের পর তিনি প্যারোলে মুক্তি পান।

প্রসঙ্গত, আদালতের রায়ের আগেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন থাকসিন সিনাওয়াত্রা। গত বৃহস্পতিবার রাতে তিনি পালিয়ে যান। 

যদিও বিমানবন্দরে থাকসিনকে থামিয়েছিলেন ইমিগ্রেশন কর্মকর্তারা। তবে তিনি মেডিকেল এমারজেন্সি দেখিয়ে দুইদিনের জন্য সিঙ্গাপুর যাওয়ার আবেদন করেন।