মৃত্যুর গুজবে কাজল বললেন ‘নিরাপদে আছি’
দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। দুদশকেরও বেশি সময় ধরে তিনি রুপালি পর্দায় নিজের অভিনয় দক্ষতা, সৌন্দর্য আর স্টাইল দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি অভিনেত্রীকে ঘিরে চাঞ্চল্যের ঘটনার সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, কাজলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার অনুরাগীরা উদ্বেগ হয়ে পড়েন। যা দেখে বিব্রত দক্ষিণী অভিনেত্রী। গতকাল সোমবার নিজের সামাজিকমাধ্যমে স্পষ্ট জানালেন যে তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।
কাজল লিখেছেন, আমাকে ঘিরে একটা গুজব খবর রটেছে, আমার নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে! সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ মজার। কারণ এটা সম্পূর্ণ মিথ্যে। আপনাদের সকলকে আশ্বস্ত করে বলছি আমি পুরোপুরি সুস্থ আছি, নিরাপদে রয়েছি। সকলের কাছে অনুরোধ, এ ধরনের ভুয়া খবর বিশ্বাস করবেন না। চলুন, আমরা একটু ইতিবাচক চিন্তাভাবনা রাখি। এবং গুজবটি সম্পূর্ণ ভিত্তিহীন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে তার ইনস্টাগ্রাম স্টোরিতে সদ্য শেয়ার করা প্রোমোশনাল পোস্টও এই কথার প্রমাণ। এমনকী জানা গেছে, তিনি সম্প্রতি মালদ্বীপে স্বামী গৌতম কিচলুর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন।
উল্লেখ্য, ২০০৪ সালে ‘কিউ হো গায়া না’ ছবির হাত ধরে প্রথম বলিউডে যাত্রা শুরু করেন কাজল। এর পর ‘থুপাক্কি’-তে তার অ্যাকশন-রোম্যান্স, ‘কোমালি’তে কমেডির ছোঁয়া, ‘হে সিনামিকা’-তে কাজল নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে সামনে কাজল অভিনীত ‘দ্য ইন্ডিয়ান স্টোরি’, ‘ইন্ডিয়ান ৩’, এবং ‘রামায়ণ: দ্য ইন্ট্রোডাকশন সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’