সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ শফিকুলসহ গ্রেপ্তার ৭
রাজধানীর বিভিন্ন জায়গার পাশাপাশি পটুয়াখালী থেকে সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি জানান, গোয়েন্দা পুলিশ সচিব ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাকি ছয়জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।