আসছে ‘মৃত্যুহীন প্রাণ’

বিনোদন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮
শেয়ার :
আসছে ‘মৃত্যুহীন প্রাণ’

প্রখ্যাত নাট্যজন উৎপল দত্তের ‘মৃত্যুর অতীত’ অবলম্বনে মঞ্চে এসেছে নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। নাটকটির নবনাট্যায়ন ও নির্দেশনা দিয়েছেন মিথুন মোস্তফা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। নাটকের কারিগরি নির্দেশনায় আসিফ মুনীর। নাটকটি মঞ্চে এনেছে বঙ্গরঙ্গ নাট্যদল।

শ্রমজীবী মানুষের আন্দোলন, রাষ্ট্রীয় নিপীড়ন ও শাসক-শোষিত দ্বন্দ্বের নান্দনিক প্রয়াস এটি। গত আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন শুরু হয়। বঙ্গরঙ্গ নাট্যদল জানিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর আবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে দর্শকের সামনে আসছে ‘মৃত্যুহীন প্রাণ’।

নির্দেশক মিথুন মোস্তফা বলেন, ‘নিপীড়িত মানুষের কষ্ট আর প্রতিবাদের কথা নাটকের সংলাপ এবং নাট্যকর্মীদের অভিনয়ের মধ্যদিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। দীর্ঘদিন পরে মঞ্চে বঙ্গরঙ্গের নতুন নাটকে দর্শক সাড়ায় অনুপ্রাণিত হয়েছি।’

এতে অভিনয়ে রয়েছেন শান্তনু, মাসুম, সারওয়ার, বিপনু, শমিত, লাবণ্য, টুটুল,বাদী নির্মাতা।