হাতীবান্ধায় বাঁশ ঝাড় থেকে ভারতীয় নাগরিক উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯
শেয়ার :
হাতীবান্ধায় বাঁশ ঝাড় থেকে ভারতীয় নাগরিক উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাঁশ ঝাড় থেকে কৃষ্ণ কান্ত বর্মন (৬০) নামে এক ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল সোমবার বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালিবাড়ি এলাকার বাঁশঝারের ঝোপ থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা গেছে, ভারতীয় নাগরিক কৃষ্ণ কান্ত বর্মন ভারতের কোচবিহার জেলার শীতলকুচি উপজেলার মিরাপাড়া গ্রামের বিশাদু বর্মনের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে হাতীবান্ধা উপজেলার ৮৯৮ পিলারের গেন্দুকুড়ি সীমান্তে কাজ করছিলেন ভারতীয় নাগরিক কৃষ্ণ কান্ত বর্মন। এ সময় বাংলাদেশের কয়েকজন চোরাকারবারী তাকে জোরপূর্বক তুলে নিয়ে আসে। খবর পেয়ে বিজিবি সদস্যরা দুপুরে উপজেলা কালিবাড়ি এলাকার একটি বাঁশঝার থেকে ওই ভারতীয় নাগরিককে উদ্ধার করে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, ‘বিজিবি এক ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ’এর কাছে হস্তান্তর করা হয়েছে।’