ডাকসু নির্বাচন /

ঢাবির মেট্রোরেল স্টেশন বন্ধ

অনলাইন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২
শেয়ার :
ঢাবির মেট্রোরেল স্টেশন বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

গতকাল সোমবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং পরের দিন মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর পুরোদিন স্টেশনটি বন্ধ থাকবে বলে জানা যায়।

ডিএমটিসিএলের ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল হকের স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এস্টেট অফিসের অনুরোধে যাত্রীদের নিরাপত্তা এবং ডাকসু ও হল সংসদ নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে স্টেশনটি বন্ধ রাখা হবে।’ 

এ সময়ে যাত্রীদের বিকল্প পরিকল্পনা অনুযায়ী যাতায়াত করার আহ্বান জানানো হয়েছে।