ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৭
শেয়ার :
ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার হতে যাওয়া এ নির্বাচন ঘিরে ক্যাম্পাসের প্রত্যেক জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে সকাল থেকে।  

আজ সোমবার রাতে নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও দায়িত্বরত পুলিশ সদস্যরা। ক্যাম্পাসের প্রত্যেকটি এন্ট্রি পয়েন্টে বিশ্ববিদ্যালয় কার্ড বা হল কার্ড চেক করার মাধ্যমে ঢুকতে দেওয়া হচ্ছে।  

এর আগে আজহ বিকেল ৪টায় ঢাবি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয় এবং রাত ৮টার দিকে ক্যাম্পাস থেকে সব বহিরাগতদের বের করে দেওয়া হয়।  

নির্বাচনের আটটি ভোট কেন্দ্রর ইতোমধ্যে প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা।ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিতের জন্য প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হবে। এ ছাড়া ভোট গ্রহণের আগে সকাল ৭.৩০ মিনিটে সাংবাদিকদের সামনে ফাঁকা ব্যালট বাক্স সিলগালা করা হবে।