আরেক দফা বাড়ল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৫
শেয়ার :
আরেক দফা বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৬০ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ প্রতি ভরি সোনা ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকায় বেচাকেনা হয়েছে। 

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাড়ানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।আগামীকাল মঙ্গলবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণেরর দাম ১ লাখ ৪৯ হাজার ৫৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৩ হাজার ৯৪২ টাকা ।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে। 

প্রসঙ্গত, এর আগে গতকাল রবিবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস, যা আজ থেকে কার্যকর হয়েছে। এর আগে গত ৪ ও ২ সেপ্টেম্বর এবং ৩১ ও ২৭ আগস্ট স্বর্ণের দাম আরও ৪ দফা বাড়ানো হয়।