মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩

অনলাইন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৫
শেয়ার :
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল রবিবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানা পুলিশ।  

গ্রেপ্তাররা হলেন লিমন (২২), সায়েম (২০), রায়হান (১৯), সাব্বির (২০), শাকিব (১৯), রকি (২৫), আব্দুল মিমন (২১), মিলন (৩৭), সারোয়ার (৩৮), রাশেদ রাসু (৪০), সনু মনু (২০), শুকুর আলী (২৩) ও মিরাজ (১৯)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে গ্রেপ্তার করা ১৩ জনের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের আদালতে পাঠানো হয়েছে।