হাতি তাড়ানোর ফাঁদে তরুণের মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে স্থানীয়দের তৈরি বৈদ্যুতিক ফাঁদে পড়ে জাহেদ খান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই যুবক আহত হয়েছেন।
আজ সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহেদ খান একই এলাকার আব্দুল হাফেজের ছেলে। আহতরা হলেন একই এলাকার আমির খান (২০) ও মেহেরুন্নেসা প্রকাশ বাহান্নী (৩৫)।
প্রত্যক্ষদর্শী নিহতের মামাতো ভাই শাকিল বলেন, ‘আমার ভাই গরু বাড়ি নিতে পাহাড় এলাকায় যান। এ সময় তিনি হাতি তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে আটকে যান। পরে তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুইজন আহত হন। তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।’
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাছির জাহেদ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’