নীলফামারীতে যুবলীগ নেতা কারাগারে

নীলফামারী প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৪
শেয়ার :
নীলফামারীতে যুবলীগ নেতা কারাগারে

নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদকে (৫৫) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার বিকেলে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গতকাল রবিবার রাতে রংপুর নগরীর লালকুঠি ধাপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, শাহিদ মাহমুদ নীলফামারী সদর উপজেলার খয়রাত হোসেন সড়ক থানাপাড়া এলাকার বাসিন্দা। ২০২৪ সালের ৫ আগস্টের পর দুটি হত্যাসহ পাঁচটি মামলার আসামি যুবলীগ নেতা শাহিদ মাহমুদ। আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে আদালতের পিপি আজিম হোসেন বলেন, ‘আদালতে হাজিরের পর আসামি পক্ষ জামিন আবেদন করলে, বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘আজ সোমবার আদালতে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এরপর বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।’