র্যাবের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১৪
গাজীপুরের শ্রীপুরে অস্ত্র উদ্ধার অভিযানে র্যাবের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাই করার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে হামলায় আহত হন র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার সালমান নুর (৩৩), এসআই মাহবুব (৩১), র্যাব সদস্য সোহরাব আলী (৪০), গোলাম মোরশেদ (২৭) ও সোহরনাব হোসেন (২৮)।
র্যাবের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা অস্ত্রসহ গ্রেপ্তার মোশারফকে ছিনিয়ে নেয়। তিনি ওই গ্রামের আহাম্মদ আলী ছেলে।
এর আগে গতকাল রবিবার হামলাকারীরা র্যাব সদস্যদের দুটি গাড়িসহ অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। প্রায় তিন ঘণ্টা পর সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাফুয়াত হোসেন (২৩), সাব্বির সেন (২০), মাহমুদুল হাসান (২৩), আরাফাত হোসেন (২৩), সফিজুল ঘোষ (২৮), মো. সাগর (২৩), মো. মাসুদ (৪৮), মোফাজ্জল (২৭), মো. মারুফ (১৮), জাহান (৪২), আবু বক্কর সিদ্দিক (২৫), সাহেব আলী (৫৫), মোছা. আঞ্জুমান (২১) ও মোছা. স্মৃতি (২৮)।
এ ঘটনায় ব্যাব-১ এর ওয়ারেন্ট অফিসার মো. জাফর ইকবাল বাদী হয়ে আজ সোমবার দুপুরে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের বিরুদ্ধে সরকারী কাজে বাধা ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে শ্রীপুর থানা পুলিশ।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকেল ৫টার দিকে র্যাব-১ এর একটি দল উপজেলার বরমী গ্রামের মোদী পাড়া এলাকায় শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের পাশে মোশারফের অটোরিকশার গেরেজে অস্ত্র উদ্ধারের অভিযানে যায়। ওই সময় র্যাব দোকানমালিক মোশারফকে একটি পিস্তলসহ গ্রেপ্তার করে গাড়িতে তুলে নেয়। মোশারফের সহযোগীরা জড়ো হয়ে র্যাবের ওপর হামলা করে এবং র্যাবের গাড়ি ভাঙচুর করে। হামলায় আহত হন র্যাবের চার সদস্য। পরে হামলাকারিরা গ্রেপ্তার মোশারফকে ছিনিয়ে নেয়।
হামলাকারীরা র্যাবের ব্যবহৃত একটি পিক আপ ও একটি মাইক্রোবাসসহ র্যাব সদস্যদের অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘র্যাব সদস্যদের অবরুদ্ধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় র্যাব বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০-১৫০ জনের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের আজ সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হরা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।